আমি যুব উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জ জেলা অফিসে কম্পিউটর ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছি এবং নিরলসভাবে কাজ করছি। আমার নিজ জেলা নেত্রকোনা, উপজেলা আটপাড়া, গ্রাম: মোবারকপু্র। যুব উন্নয়ন অধিদপ্তরে যোগদানের পূর্বে প্রশিক্ষা কম্পিউটার সিস্টেম, মিরপুর-২, ঢাকায় কম্পিউটার সুপারভাইজার হিসেবে এবং এইমেক্স গ্রুপ ৯৫ মতিঝিল বা/এ ঢাকায় কম্পিউটার ইনচার্জ হিসেবে দীর্ঘ পাচঁ বছর কাজ করেছি।